আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। একে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার মেলাঘরে তৈরি হচ্ছে ৫৮ ফুট রথ। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম এই রথের মেলায় বিগত বছরগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমান। তাই এ বছরও তার কোন পরিবর্তন হবে না। সেই লক্ষ্যকে সামনে রেখেই দফায় দফায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং মেলা কমিটির যৌথ ব্যবস্থাপনায় রুপরেখা তৈরি হয়েছে রথযাত্রা এবং মেলার। রথ থেকে উল্টো রথ এই সাতদিন ধরেই চলবে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে মেলা এবং সংস্কৃতিক অনুষ্ঠান। তার প্রস্তুতি এখন তুঙ্গে। চলছে রথ তৈরির পাশাপাশি মেলা প্রাঙ্গণের দৃষ্টিনন্দন রূপ দেওয়ার প্রস্তুতি। রাজ্য এবং বহিরাজ্য থেকে প্রায় শত শত দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন মেলায়। তাই তাদের নির্দিষ্টভাবে স্থান করে দিতে মেলা কমিটির উদ্যোগে চলছে জায়গা নির্ধারণ থেকে শুরু করে স্টল তৈরির কাজ। অন্যদিকে শ্রমিকরা চালিয়ে যাচ্ছেন জগবন্ধু বলরাম এবং সুভদ্রার শোভাযাত্রার রথ তৈরির কাজ। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকেই শুরু হয় এই রথ তৈরির কাজ। সব মিলিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব।