সর্বশেষ সংবাদ
তিন মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’।

তিন মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’।


তিন মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’। লোকসভা নির্বাচনের শেষে তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। আর তার পরই ফের নতুন করে শুরু হল মোদির মাসিক অনুষ্ঠান। এদিন ‘মন কি বাত’-এর ১১১তম পর্বে আবেগপ্রবণ হয়ে তিনি বললেন, তিনি ফের পরিবারের কাছে ফিরে এসেছেন। প্যারিস অলিম্পিক থেকে হুল দিবস- নানা প্রসঙ্গই উঠে এল মোদির মুখে। সেই সঙ্গে ‘এক পেড় মা কে নাম’ নামের প্রকল্পের কথা বলতে গিয়ে সকলকে গাছ লাগানোর উৎসাহও দিলেন। সেই সঙ্গে তাঁকে ‘গণতন্ত্রে বিশ্বাস’ রাখার জন্য দেশের ভোটারদের ধন্যবাদ দিতে দেখা যায়।  এদিন তাঁকে বলতে শোনা যায়, ”যদি আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক কোনটা? তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন, মা। আমরা মাকে কিছু দিতে তো পারি না। কিন্তু কিছু করতে তো পারি? এই ভাবনা থেকেই এক বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের নাম ‘এক পেড় মা কে নাম’। সকলকে আহ্বান করা হয়েছে, মায়ের নামে একটি গাছ লাগানোর জন্য।”

পরবর্তী খবর