গত ২৪ ঘন্টায় আরও ১৪ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। বুধবার স্বাস্থ্য দফতর মিডিয়া বুলেটিনে জানিয়েছে, ১০৬৫ জনের নমুনা পরীক্ষা করে দক্ষিন জেলায় ৮ জন, ঊনকোটি জেলায় তিন জন, খোয়াই উত্তর ও ধলাই জেলায় একজন করে করোনা সংক্রমিত শনাক্ত হন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন তিন জন করোনা সংক্রমিত ব্যক্তি। রাজ্যে এখন ৩৪ জন সংক্রমিত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।