সর্বশেষ সংবাদ
এপ্রিলেই যা গরম পড়েছে, তাতে আগামী দু-এক মাসে কী হতে চলেছে, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।

এপ্রিলেই যা গরম পড়েছে, তাতে আগামী দু-এক মাসে কী হতে চলেছে, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।


এবছর এপ্রিলেই যা গরম পড়েছে, তাতে আগামী দু-এক মাসে কী হতে চলেছে, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। দিন কয়েক আগেও সকাল সকাল প্রখর রোদে বাড়ি থেকে বেরনো দায় হয়ে উঠছিল। গত বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি নামায় তাও কিছুটা স্বস্তি মিলেছে। তবে নতুন মাস পড়তেই ফের তীব্র গরমেই কষ্ট পেতে হবে দেশবাসীকে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যান্য বছরের তুলনায় এবছর মে মাসে বেশি গরম থাকবে বলেই জানা গিয়েছে। তাপমাত্রাও ৪০ থেকে ৫০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে পূর্ব থেকে মধ্য ভারতের একাধিক রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব- মধ্য ও পূর্বাঞ্চলে আগামী এক মাস তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চলও এবার স্বাভাবিকের তুলনায় বেশি গরম আবহাওয়া পাবে বলেই জানানো হয়েছে।

পরবর্তী খবর