সর্বশেষ সংবাদ
মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও সেকেন্ড ওসি হরেন্দ্র দেববর্মা বিশাল পুলিশ নিয়ে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের

মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও সেকেন্ড ওসি হরেন্দ্র দেববর্মা বিশাল পুলিশ নিয়ে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের


মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও সেকেন্ড ওসি হরেন্দ্র দেববর্মা বিশাল পুলিশ নিয়ে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন সময়ে একটি লরি থেকে পঁয়ত্রিশ প্যাকেটে ৩০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় লরি চালক মফিজুল হককে। তার বাড়ি অসমের ধুবুরি জেলার জগরাপাড়া এলাকায়। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা। এই গাঁজা গুলি আগরতলা এলাকা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বর্তমানে গাঁজা সহ লরি ও চালক চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। স্হানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। 

পরবর্তী খবর