সর্বশেষ সংবাদ


বাজার থেকে গায়েব হয়ে যাচ্ছে ২০০০ টাকার নোট।

বাজার থেকে গায়েব হয়ে যাচ্ছে ২০০০ টাকার নোট।


ধীরে ধীরে বাজার থেকে গায়েব হয়ে যাচ্ছে ২০০০ টাকার নোট। কেন এমন হচ্ছে, তা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও উত্তর মেলেনি। সোমবার এই বিষয়ে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। এটিএম মেশিনে ২০০০ টাকার নোট রাখা হবে কি না, তা নিয়ে ব্যাংকগুলিকে কোনও রকম নির্দেশিকা দেয়নি কেন্দ্র। এই বিষয়ে ব্যাংকগুলি স্বাধীন সিদ্ধান্ত নিয়ে থাকে। এদিন সংসদে এক প্রশ্নের জবাবে নির্মলা জানান, রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০১৭ সালের মার্চ থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ৫০০ এবং ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৯.৫১২ লক্ষ কোটি টাকা এবং ২৭.০৫৭ লক্ষ কোটি টাকা। এরপরই তিনি বলেন, এটিএমগুলিতে ২০০০ টাকার নোট রাখা বা না রাখার বিষয়ে ব্যাংকগুলিকে কোনও নির্দেশ দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। অতীতে কতটা চাহিদা ছিল, ভোক্তাদের প্রয়োজনীয়তা কতখানি, সাময়িক প্রবণতা ইত্যাদির ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে ব্যাংকগুলিই।

পরবর্তী খবর