বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য বিধানসভার লবিতে অনুষ্ঠিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন শপথ নিল তিপ্রা মথা দলের নব নির্বাচিত বিধায়ক বিধায়িকারা। এদিনই কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণও শপথ নেন। নব নির্বাচিত বিধায়ক বিধায়িকাদের শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার বিধায়ক বিনয় ভূষণ দাস। এদিন তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনও উপস্থিত ছিলেন শপথ গ্রহন অনুষ্ঠানে।