সর্বশেষ সংবাদ
বিপ্লব   সরতেই রাজ্য প্রশাসনে ঢিলেমি । বেহাল কর্ম সংস্কৃতি । স্বমহিমায় মেলারমাঠের স্তাবককুল ।

বিপ্লব সরতেই রাজ্য প্রশাসনে ঢিলেমি । বেহাল কর্ম সংস্কৃতি । স্বমহিমায় মেলারমাঠের স্তাবককুল ।


মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজ্যে সরকারী কার্যালয়ে  কর্ম সংস্কৃতি ফিরিয়ে আনার উপর জোর দিয়েছিলেন বিপ্লব কুমার দেব । সরকারী কাজে আঠারো মাসে বছর । এই অভিযোগ যে এ রাজ্যে বিগত বাম জমানায় দীর্ঘ দিন ধরে ছিল ১৮ এর নির্বাচনে এ রাজ্যে ক্ষমতার পালা বদলের পর সেই অভিযোগ যাতে আর না ওঠে তার জন্য  মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রয়াস নেন   বিপ্লব কুমার দেব । সরকারী কাজে সাধারণ মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া , সরকারী অফিসে এসে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার না হতে হয় তার জন্য পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল বিপ্লব কুমার দেবকে ।  সময়ের কাজ সময়ে শেষ করার বার্তা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত দিয়ে দেন বিপ্লব কুমার দেব । তার সুফলও পেতে শুরু করেন আম জনতা । ধীরে ধীরে রাজ্যের সরকারী কার্যালয়ে কর্ম সংস্কৃতির হাল ফিরতে শুরু করে। কিন্তু চলতি বছরের ১৪ মে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেব পদত্যাগ করার পর থেকেই রাজ্যের সরকারী অফিসগুলিতে আবার কর্ম সংস্কৃতির বেহাল দশা । মহাকরণ থেকে পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত একই অবস্থা । লাল ফিতের বাঁধনে আটকে পরে থাকছে বহু গুরুত্বপূর্ণ কাজ । চলছে ঢিলেমি বলে অভিযোগ। একাংশ সরকারী কর্মচারি মহল আবার তাদের স্বমহিমায় ।  সাধারণ মানুষকে পরতে হচ্ছে সমস্যায় । প্রশাসনিক কাজে গড়িমসির ফলে রাজ্য সরকারের কাজ কর্ম নিয়ে আম জনতার মধ্যে দেখা দিচ্ছে বিরক্তি । মেলার মাঠের কাছে টিকি বাঁধা সরকারী আমলা থেকে আধিকারিক , কর্মচারী তারা আবার নিজেদের পুরনো সংস্কৃতি নিয়ে এসেছেন সরকারী কার্যালয় গুলোতে। বিধানসভা ভোটের মুখে সরকারী কাজে ঢিলেমি হলে আম জনতাকে হয়রানীর শিকার হতে হলে তার প্রভাব গিয়ে পরতে পারে রাজ্য সরকারের উপর বলে মনে করছে পর্যবেক্ষক মহল। এদিকে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাজ্য বিজেপিতে যে বেশ খানিকটা প্রভাব পরেছে ঠিক তেমনই রাজ্য প্রশাসনেও তার প্রভাব পরেছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ ।

পরবর্তী খবর