সর্বশেষ সংবাদ


পুলিসের সামনেই আক্রান্ত বিজেপি । অভিযোগের তির সিপিএম এর দিকে । পুলিসের ভূমিকায় প্রশ্ন

পুলিসের সামনেই আক্রান্ত বিজেপি । অভিযোগের তির সিপিএম এর দিকে । পুলিসের ভূমিকায় প্রশ্ন


বছর ঘুরতেই ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন । আর বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে । ঘটছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। সম্প্রতি বিশালগড় ও চড়িলামেও শাসক ও বিরোধী শিবির রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পরে। এবার আবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। এবার ঘটনাস্থল খোয়াই । বুধবার দুপুরে খোয়াই জেলার সিঙ্গিছড়ার  বেলতলিতে সিপিএম ও বিজেপির মধ্যে সংঘর্ষ ঘটে । জানা গেছে মোট ১২ জন বিজেপি কর্মী সমর্থক আহত হন । এদের মধ্যে গোপাল পাল, সন্তোষ দাস এবং সঞ্জয় নাথ শর্মাকে খোয়াই জেলা হাসপাতাল থেকে জিবিতে পাঠানো হয়।  এই সংঘর্ষের ঘটনায় রাজ্যের শাসক দল বিজেপি অভিযোগ তুলেছে সিপিএম এর দিকে ।  বিজেপির খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার অভিযোগ করেন "ঘর ঘর বিজেপি" এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিজেপির যুব মোর্চার কর্মীরা আজ  সিঙ্গিছড়া এলাকায় তাদের প্রচারসজ্জার কাজ করছিলেন। এমন সময় প্রাক্তন CPIM বিধায়ক নির্মল বিশ্বাস প্রাক্তন দুই CPIM বিধায়ক পবিত্র কর ও পদ্ম কুমার দেববর্মার নেতৃত্বে একটা মিছিল দুর্গানগর থেকে সিঙ্গিছড়া হয়ে বেলতলির দিকে যাচ্ছিল। মিছিলে সিপিএম দুষ্কৃতিকারীরা রড, লাঠি, ইট পাটকেল নিয়ে হঠাৎ নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ করেন বিজেপির খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার।

পরবর্তী খবর