সর্বশেষ সংবাদ
বিপ্লব জমানায় রাজ্যে সরকারী চাকরী ২২ হাজার । “ব্যাকফুটে” বিরোধী শিবির

বিপ্লব জমানায় রাজ্যে সরকারী চাকরী ২২ হাজার । “ব্যাকফুটে” বিরোধী শিবির


রাজ্যের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য  সরকারের সময়কালে সরকারি চাকরি ইস্যুতে বিরোধী শিবির হামেশাই বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়ে থাকে । কিন্তু বিরোধীদের সেই সমালোচনা যে বেশ দুর্বল তা বলে দিচ্ছে  বর্তমান রাজ্য সরকারের চার বছর তিন মাসের মধ্যে সরকারি চাকরীতে নিয়োগের পরিসংখ্যান । মঙ্গলবার মহাকরণে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বর্তমান রাজ্য সরকারের এই সময়কালে সরকারী চাকরীতে কতজন নিয়োগ হয়েছেন এবং আরও কতজন নিয়োগের প্রক্রিয়া পাইপ লাইনে রয়েছে তার একটা তথ্য দিয়েছেন । এই তথ্য বলছে  বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সময় রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের সংখ্যা ১৩ হাজার ৯৮৪ । অন্যদিকে আরও ৮ হাজার ১১০ জনের নিয়োগের প্রক্রিয়া পাইপ লাইনে রয়েছে । এই উভয় তথ্য যোগ করলে  মোট সংখ্যা ২২ হাজারের ঘরে ।  রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ হয়েছে । বিজেপি নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার চার বছর তিন মাস অতিক্রম করেছে। এই চার বছর তিন মাস রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বিপ্লব কুমার দেব। মূলত তাঁর মুখ্যমন্ত্রী থাকাকালীন এই সময়ে রাজ্যে সরকারী চাকরীতে ১৩ হাজার ৯৮৪ জন নিয়োগ করা হয়েছে ।  এর মধ্যে শিক্ষা দপ্তরে ৩২৫১ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে । শিক্ষা দপ্তরে ৩৮ জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়েছে ।  স্বরাষ্ট্র দপ্তরে ১৪৪৩ জন TSR নিয়োগ করা হয়েছে ।  SPO  নিয়োগ করা হয়েছে ১৪০০ জন ।  স্বাস্থ্য দপ্তরে ৪৪৪ জন জুনিয়র মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে । ডাই – ইন – হারনেসে ১০৭০ জন নিয়োগ করা হয়েছে । আউট সোর্সিং- এ নিয়োগ করা হয়েছে ৫৮২৩ জন । এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে নিয়োগ করা হয়েছে । পাশাপাশি পাইপ লাইনে রয়েছে  আরও ৮ হাজার ১১০ জন নিয়োগের প্রক্রিয়া ।

পরবর্তী খবর