সর্বশেষ সংবাদ
বিপ্লবের জন্য বৃষ্টি ভিজলেন জনতা

বিপ্লবের জন্য বৃষ্টি ভিজলেন জনতা


১৪ মে ২০২২ । ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব । এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেব পদত্যাগ করেছেন । কিন্তু এ রাজ্যে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পরেনি । মুখ্যমন্ত্রী থাকাকালিন বিপ্লব কুমার দেবের যে জনপ্রিয়তা লক্ষ্য করা যেত । মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরও বিপ্লব কুমার দেবের সেই জনপ্রিয়তা লক্ষ্য যাচ্ছে । এই মুহূর্তে রাজ্যের ৪ টি বিধানসভা কেন্দ্রে আসন্ন উপ নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে ঝড়ো প্রচারে ব্যস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । পদযাত্রা , পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, জনসভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিপ্লব কুমার দেব । বৃহস্পতিবার যুবরাজনগর , সুরমা এবং আগরতলা এই তিনটি বিধানসভা কেন্দ্রে আসন্ন উপ নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে ঝড়ো প্রচার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । এই সব কেন্দ্রে বিপ্লব কুমার দেবের বক্তব্য শোনার জন্য বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় । আর সুরমা বিধানসভা কেন্দ্রে এক ব্যতিক্রমী চিত্র সামনে আসে । মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরেও বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা যে বিন্দুমাত্র কমেনি এদিন সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপির এক নির্বাচনী জনসভায় দেখা গেল । এদিন মহাবীর চা বাগানে সুরমা বিধানসভা কেন্দ্রে আসন্ন উপ নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপ্না দাস পালের সমর্থনে বিজেপির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । সেই জন সভায় উপস্থিত থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের বিপুল সংখ্যায় উপস্থিতি লক্ষ্য করা যায় । এদিন উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ বৃষ্টিতে ভিজেই বিপ্লব কুমার দেবের বক্তব্য শুনলেন । এই চিত্র আবারও বুঝিয়ে দিল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল।

পরবর্তী খবর