বাইকে করে বক্সনগর থেকে বিশালগড় ঘনিয়ামারা এলাকায় বোনের বাড়িতে আসছিল সুমন মিয়া ও রেজওয়ান হোসেন। অন্যদিকে ভেলুয়ারচর বাজার সংলগ্ন লারুবাড়ি চৌমুহনি এলাকায় পুলিশ অন্যান্য দিনের মতো ভেহিকেল চেকিং করছিল। সেখানে পুলিশ তাদের থামার সিগন্যাল দেয়। কিন্তু তারা সিগন্যাল অমান্য করায় পুলিশ তাদেরকে তাড়া করে। পুলিসের হাত থেকে বাঁচতে গিয়ে বাইক নিয়ে রাস্তায় দাঁড়ানো একটি ইটের গাড়িতে সজোরে ধাক্কা মারে বাইকের চালক সুমন। এতে গুরুতরভাবে যখন হয় সুমন মিয়া এবং রেজোয়ান হোসেন। তড়িঘড়ি তাদের নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করে দেয় রাজধানীর জিবি হাসপাতালে।