মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ ত্রিপুরা জল বোর্ডের উদ্যোগে আগরতলা পৌরনিগমের প্রতিটি এলাকায় জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৪৫টি ডিপ টিউবেল ও ২৭ টি আইরন রিমুভার প্লান্টের উদ্বোধন করেন।
ত্রিপুরা খবর | 18/11/2025
তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ত্বরান্বিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্প ও পরিষেবাগুলি সুবিধা পৌঁছে দিতে দপ্তরের অগ্রণী ভূমিকা নিতে হবে।
ত্রিপুরা খবর | 18/11/2025
মঙ্গলবার কমলপুর মহকুমার প্রত্যন্ত কচুছড়া থানার অন্তর্গত চানকাপ গ্রামে কৃষ্ণ চন্দ্র দাসের বাড়ীতে আগুন লেগে ৩টি ঘর সম্পূর্ন ভুস্মিভূত হয়ে যায়।