কল্যানপুর দক্ষিণ ঘিলাতলীর অভিচরণ মাস্টার পাড়ায় আগুন লেগে এক পরিবারের রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ত্রিপুরা খবর | 09/11/2025
গোমতী জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উদয়পুর বিএসএস সুইমিং পুল প্রাঙ্গনে শুরু হল ৩২ সাব- জুনিয়র ও ৫৬ তম সিনিয়র রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা।